ডেমোক্রেটের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আগামী নভেম্বরে বহুকাঙ্ক্ষিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি ধরাশায়ী করতে পারেন, তবে যুক্তরাষ্ট্র ‘সামনে চলার নতুন পথ’ খুঁজে পাবে বলে মনে করছেন তিনি ও তার সমর্থকেরা। জনতার প্রতি এমন প্রতিশ্রুতিও দিয়েছেন কমলা। এরপর তিনি গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন। খবর এএফপির।
৫৯ বছর বয়সী কমলা হ্যারিস মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে অসাধারণ পরিবর্তনগুলোর মধ্যে একটি হিসেবে মার্কিন নাগরিকদের ঐক্য ও সুযোগের বার্তা দেওয়ার জন্য প্রেসিডেন্টের সুরে মানুষের মনে ঠাঁই করে নেওয়ার চেষ্টা চালান।
কমলা হ্যারিস তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার অভিযোগও আনেন তিনি।
মনোনয়নপত্র গ্রহণ করে হর্ষোৎফুল্ল জনতার উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘এই ধরণীর শ্রেষ্ঠ জাতি হিসেবে যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, সেই সব লোকের দেওয়া প্রেসিডেন্ট পদের এই মনোনয়ন আমি গ্রহণ করছি।’ নিজের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হবো যিনি যুক্তরাষ্ট্রকে তার সর্বোচ্চ মর্যাদার প্রত্যাশায় ঐক্যবদ্ধ করবেন।’