কমলাকে ‘মার্কসবাদী’ বলে আক্রমণ ট্রাম্পের, টানলেন অধ্যাপক বাবাকেও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/11/ttraamp-hyaaris_chbi_pribrtn.jpg)
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিতর্কে মুখোমুখি হয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘মার্কসবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্টকে তার বাবা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অর্থনীতিবিদের প্রসঙ্গ টেনে আক্রমণ করতে চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিতর্কে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ‘যদি তিনি (কমলা হ্যারিস) কখনো নির্বাচিত হন, তিনি পরিবর্তন আনবেন। আর এটাই হবে আমাদের দেশের শেষ। তিনি একজন মার্কসবাদী; সবাই জানে সে একজন মার্কসবাদী। তার বাবা মার্কসবাদী অর্থনীতির অধ্যাপক এবং তিনি তাকে ভালোভাবেই শিখিয়েছেন।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/09/11/trump-herris-innar.jpg)
এমন মন্তব্যের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন। কমলার বাবা ডোনাল্ড হ্যারিস ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে প্রথম কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।