ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ১০০, আহত চার শতাধিক

দক্ষিণ লেবাননের খিয়াম গ্রামে ইসরায়েলি হামলার পর আজ সোমবার ধোঁয়া বেরোচ্ছে। ছবি : এএফপি
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১০০ জন নিহত ও ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। আজ সোমাবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণের একটি গ্রামে এ হামলা চালায় ইসরায়েল। খবর এএফপির।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই হামলায় বিগত এক বছরের আন্তঃসীমান্ত সংঘর্ষের মধ্যে সবচেয়েয়ে ভায়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপির প্রতিবেদনের বলা হয়, আজ সকাল থেকে লেবাননের দক্ষিণের শহর ও গ্রামে ইসরায়েল হামলা চালায়। হামলায় হতাহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকসের (স্বাস্থ্য সেবাদানকারী) সংখ্যা বেশি।