কলকাতায় যত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ
ভারতের পাতিপুকুর, কলকাতা ও হাওড়াসহ বড় বড় পাইকারি বাজারে পৌঁছে গেছে বাংলাদেশের ইলিশ। বিক্রি শুরু হয়েছে খুচরা বাজারেও। গঙ্গার ইলিশের তুলনায় পদ্মার ইলিশের দাম সেখানে বেশি। যদিও তা বাংলাদেশের বাজারের তুলনায় যে খুব বেশি ফারাক তা কিন্তু নয়। ডয়চে ভেলের তথ্য বলছে, বড় আকারের ইলিশের দাম খুচরা বাজারে কেজিপ্রতি চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।
জার্মান ভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই ধরনের ইলিশই পৌঁছেছে মানিকতলা, গড়িয়াহাট, লেক মার্কেটের মতো বড় বাজারে তো বটেই, অন্য ছোট বাজারে। এরমধ্যে গড়িয়াহাট বাজার বাংলাদেশের ইলিশে জমজমাট। সেখানে কিছু ইলিশ এক কেজি বা তার বেশি ওজনের আর কিছু ইলিশ এক কেজির কম ওজনের।
পাইকারি বাজারে এক কেজির থেকে বড় ইলিশের দাম উঠেছে এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা৷ এক কেজির নিচের ইলিশের দাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা৷ এই ইলিশ যখন খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, তখন তার দাম কেজিপ্রতি চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ফলে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ এলেও তা হয়ত অনেকের ধরাছোঁয়ার বাইরে৷ তা সত্ত্বেও সাধারণ মধ্যবিত্ত মানুষ অন্য খাতে খরচ কমিয়ে ইলিশ কিনে রসনা তৃপ্তি করছেন।
পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, মাত্র ৫০ টন ইলিশ এসেছে৷ ১০০ টনের মতো এলে দাম একটু কম হতো৷ কিন্তু কম ইলিশ আসায় দাম তুলনায় বেশি৷