পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/11/paakistaan-thaamb.jpg)
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দুকি এলাকায় আজ শুক্রবার (১১ অক্টোবর) একটি ব্যক্তি মালিকানাধীন কয়লা খনিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। প্রদেশটির পুলিশ এ তথ্য দিয়েছে। খবর ডনের।
বেলুচিস্তান প্রদেশে বাড়তে থাকা নিরাপত্তা শঙ্কার মধ্যেই হতাহতের এ ঘটনা ঘটল। দুকি স্টেশন হাউস অফিসার হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, ‘দুকি এলাকায় ভোররাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক জুনাইদ কয়লা খনিতে হামলা চালিয়েছে।’ তিনি জানান, হামলায় খনিতে রকেট ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়।
দুকি জেলা হাসপাতালের চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মরদেহ পেয়েছি, পাশাপাশি আহত হয়ে আরও ছয়জন এখানে এসেছে।’
দুকি জেলা কাউন্সিলের চেয়ারম্যান খাইরুল্লাহ নাসির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, দুর্বৃত্তরা এই হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার ও অন্যান্য আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তিরি জানান, অস্ত্রধারীরা কয়লা খনির ১০টি ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ ও সীমান্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
দুকির ডেপুটি কমিশনার কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সীমান্ত বাহিনীর কমান্ডেন্ট ও দুকির পুলিশ সুপার উপস্থিত ছিলেন। হামলায় হতাহতদের উদ্ধারে যৌথ অভিযান চলছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/11/paakistaan-inaar.jpg)
ডেপুটি কমিশনার কলিমুল্লাহ কাকর সাংবাদিকদের বলেন, হামলায় পাকিস্তানের বিভিন্ন এলাকার লোকজনসহ আফগানিস্তান থেকে আসা লোকজনও অংশ নেয়।
হামলায় আহত সাতজনকে লোরালাই তেহসিল সদরদপ্তরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। এ ছাড়া নিহতদের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের পর তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
কলিমুল্লাহ কাকার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। এ বিষয়ে প্রাথমিক অভিযোগ দায়ের করা হবে এবং ঘটনার তদন্তে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট কাজ করবে।