ডলারের বিপরীতে তলানিতে ভারতীয় মুদ্রার দাম
মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দরপতন ঘটছে একের পর। চলতি বছরের মার্চে দেশটির ইতিহাসের সর্বনিম্ন দরে পৌঁছেছিল রুপি। তারপর ওঠানামার মধ্যে সময় পার করলেও এবার ফের তলানিতে গিয়ে ঠেকেছে, যা সর্বকালের সর্বনিম্ন। খালিজ টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যমটি বলছে, ভারতের বৈশ্য ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান ভিআরসি রেড্ডি, বলেন, সামনের দিনে রুপির ওপর আরও কিছুটা চাপ পড়তে পারে। তবে, রুপিকে একটি স্থিতিশীল মুদ্রা হিসাবে দেখাতে আরবিআই সামান্য অবমূল্যায়ন হতে দিতে পারে।
ভারতীয় রুপির দাম কমলেও অন্যান্য এশীয় মুদ্রার দাম কিন্তু ঠিকই বেড়েছে। গত দুই মাসে অন্যান্য এশীয় মুদ্রার দাম শূন্য দশমিক তিন শতাংশ থেকে চার দশমিক ৯ শতাংশ বেড়েছে।
খালিজ টাইমস বলছে, গতকাল শুক্রবার (১১ অক্টোবর) মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম সর্বকালের সর্বনিম্নে নেমে যায়। প্রতিবেদনে কারণ হিসেবে বলা হয়, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ার বাজার থেকে বৈদশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারী। এই দুই কারণে শুক্রবার প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম অবমূল্যয়ন হয়ে ৮৪-এর নিচে নেমে যায়।
শুক্রবার প্রতি ডলার ৮৭ দশমিক শূন্য সাত রুপিতে বেচাকেনা হয়েছে, যা সর্বকালের সর্বনিম্ন। এদিন ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এটি ৮৪ দশমিক শূন্য ৪২৫-এ লেনদেন হয়েছে।