নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে শতাধিক নিহত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জিগাওয়া স্টেটে এ ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত আমরা প্রায় ১০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। এ ছাড়া বিস্ফোরণে আরও ৫০ জন আহত হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। সেখানে রাস্তাগুলোর অবস্থা খারাপ। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারায় বাসিন্দারা প্রায়ই দুর্ঘটনায় পরে।