নিরাপত্তার প্রশ্নে ভারতেই আছেন শেখ হাসিনা, জানাল দিল্লি
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখনও সেদেশেই আছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা দেশটিতে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। জয়সোয়াল বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন, এখনো আছেন। খবর এনডিটিভি ও ডিডি ইন্ডিয়ার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, শেখ হাসিনা ভারতে আছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনও আছেন, থাকবেন। দেশটির ডিডি ইন্ডিয়ার সংবাদ সম্প্রচারে জয়সোয়ালকে একথা বলতে শোনা যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে রণধীর জয়সোয়াল জানান, তারা এ বিষয়ে প্রতিবেদন দেখেছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে ফেরাতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। তারই উত্তর দিতে গিয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিনি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে শেখ হাসিনা দিল্লিতেই আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব।
শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ তিনি দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।
শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন কি না—সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা আন-অফিশিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করছেন। তিনি বলেন, আদালত যে ৪৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের সবার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে সরকার।