গুপ্তহত্যার ষড়যন্ত্র : ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট
যুক্তরাষ্ট্রের শিখ নেতাকে হত্যার জন্য খুনি ভাড়া করা ও বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে ভারতীয় ‘র’-এজেন্ট বিকাশ যাদবের বিরুদ্ধে নিউইয়র্কে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বিচারকাজ শুরু করেছে।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার প্রায় এক বছর আগে হওয়া মামলার বিচারকাজ শুরু করলো মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট। নিউইয়র্কে শিখ নেতা গুরুপ্রীত সিং পান্নুকে হত্যার জন্য ভারতীয় সেনাবাহিনীর রিসার্চ এন্ড এনালাইসিস উইংয়ের (‘র’) বিশেষ মিশন নিয়ে বিকাশ যাদব আমেরিকা যান এবং একজন খুনীকে অর্থের বিনিময়ে ভাড়া করেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলার এটর্নি অফিস জানায়, ভারতীয় কর্মকর্তা বিকাশ যাদবকে বিচারের জন্য তারা দুটি অভিযোগ দায়ের করেছে। একটি হত্যার জন্য খুনী ভাড়া করা। অন্যটি অর্থপাচার। শিখ নেতা পান্নু হত্যা চেষ্টায় গ্রেফতার করা আরেক ভারতীয় র-এর এজেন্ট নিখিল গুপ্তকে ভারতের কাছে তুলে দেয়া হয়েছিল। এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েরি এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় এজেন্টরা আমেরিকার মাটিতেই মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রের মতো অপরাধ করেছে।
গুপ্তহত্যার ষড়যন্ত্র: র–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট। বিস্তারিত দেখুন ভিডিওতে।