ইরানকে ইসরায়েলে পাল্টা হামলা না করার আহ্বান যুক্তরাষ্ট্রের
হামলা-পাল্টা হামলার মাধ্যমে সন্ত্রাসের যে চক্র তৈরি হয় তা ভাঙতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে দেশটি। আজ শনিবার (২৬ অক্টোবর) ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের হামলার পরপরই এমন প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানাই, যাতে যুদ্ধের মাত্রা কোনোভাবে না বাড়ে এবং সংঘাতের এই চক্রটি থেমে যেতে পারে।’
ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার (২৬ অক্টোবর) ইরানে আকাশপথে হামলা করেছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিভিন্ন সামিরক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো। এ ছাড়া আরও বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।
এ বিষয়ে শন সাভেট বলেন, ‘ইসরায়েলের জবাব ছিল আত্মরক্ষামূলক। এই হামলায় জনাকীর্ণ এলাকাগুলো এড়ানো হয়েছে এবং কেবল সামরিক অবকাঠামোই ছিল লক্ষ্যবস্তু। অন্যদিকে ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তার লক্ষ্যবস্তু ছিল জনবহুল নগরী।’
ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে শন সাভেট আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো মধ্যপাচ্যে উত্তেজনা কমিয়ে আনা এবং কূটনৈতিক তৎপরতার ওপর জোর দেওয়া।’
এদিকে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি বিষয়ে কাজ করে আসছিলেন আর তা হলো ইরানের হামলার জবাবে ইসরায়েল যেন ইরানে হামলা চালাতে এমন লক্ষ্যবস্তু বেছে নেয়, যেখানে বেসামরিক লোকজনের অপেক্ষাকৃত কম ক্ষতি হয়।
ওই কর্মকর্তা পরে বলেন, ‘ইসরায়েল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে।’ তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমনভাবে হামলার পরিকল্পনা করতে উৎসাহিত করেছিলেন, যাতে সংঘাত বড় আকারে ছড়িয়ে না পড়ে, আর এটাই ছিল আমাদের উদ্দেশ্য।’