জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, ভোট দিয়ে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের ভোট দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রিপাবলিকানের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী ভোট দিয়ে বলেছেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। খবর এএফপি ও বিবিসির।
গতবারের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে নানা নাটকীয়তায় জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারও ভোটের আগে শতাধিক অভিযোগে মামলা করেছেন রিপাবলিকান পার্টির এই প্রার্থী। তুলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে উদ্বেগ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হলে নিজের পরাজয় মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্লোরিডায় নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি তার নির্বাচনি সমাবেশে আগেও বেশ কয়েকবার এ বিষয়ে কথা বলেছেন। সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘যদি এটি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমি হেরে যাই, তবে আমিই হবো এটাকে স্বীকার করে নেওয়া প্রথম ব্যক্তি। এ পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই মনে হচ্ছে।’
বিবিসি বলছে, ট্রাম্প বলেছেন, জয়ের ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী। তার দাবি, তার কাছাকাছি ভোটও কেউ পাবে না। ট্রাম্প বলেন, আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমি শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি। তিনি বলেন, তিনটি প্রচারণার মধ্যে এটি ছিল সেরা।