সুইং স্টেটে জিতে কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ভোটের ফল নির্ধারক সাতটি সুইং স্টেটের মধ্যে প্রথমটি জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দৌড়ে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে তিনি এগিয়ে রয়েছেন। শুধু তাই নয়, তিনি টানটান উত্তেজনাকর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলার জয়ের পথকে ক্রমশ কঠিন করে তুলছেন।
সাতটি ব্যাটলগ্রাউন্ডের মধ্যে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প, যা তার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান সাবেক প্রেসিডেন্টের তুলনায় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যেও কিছুটা পিছিয়ে রয়েছেন।
কমলা হ্যারিসের প্রচারণা শিবির বলেছে, নির্বাচনি লড়াইয়ে ব্যবধান এখনও খুব কম। কমলার জন্য "স্বচ্ছ পথ" হচ্ছে ডেমোক্র্যাটিক অধ্যুষিত সুইং স্টেট মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে জয় পাওয়া।
কমলা হ্যারিসের প্রচারাভিযান পরিচালক জেন ও'ম্যালি ডিলন প্রচারণা কর্মীদের কাছে একটি মেইলে জোর দিয়ে বলেন, নীলদের দুর্গে আমরা যা দেখছি তাতে ভালো লাগছে।
ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার বলেন, ফ্লোরিডায় রিপাবলিকানরা ‘ইতিবাচক’ মেজাজে।
ট্রাম্পের সংগ্রহে এখন পর্যন্ত ২২৭টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা হ্যারিস পেয়েছেন ১৭২টি। তবে প্রেসিডেন্ট হতে এ একজনকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।