সুইং স্টেট পেনসিলভানিয়ায়ও জয়ী ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনল্ট ট্রাম্প গুরত্বপূর্ণ সুইং স্টেট পেনসেলভানিয়ায় জয়ী হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন তাদের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পেনসেলভানিয়া স্টেটে ১৯টি ভোট রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ টি ভোট পেতে এই অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পেনসেলভানিয়ায় জয়ী হয়েছিলেন। এর আগে অবশ্য প্রথম রিপাবলিকান হিসেবে ২০১৬ সালে ট্রাম্প পেনসেলভানিয়ায় জয়ী হয়েছিলেন।