শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি জো বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প চেয়েছেন বিদায়ী প্রেসিডেন্টের নীতি থেকে সরে যেতে। খবর এএফপির।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন উত্তেজনার পারদ নামিয়ে আনার ঘোষণা দেন, যা ২০২০ সালে ট্রাম্পের পরাজয় মেনে না নেওয়ার যে ঘটনা ঘটেছিল, সেটির সম্পূর্ণ বিপরীত।
ডোনাল্ড ট্রাম্পের কাছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্বের রাজনীতিই একটি ধাক্কা খেয়েছে। নির্বাচনের দুদিন পর এবং হোয়াইট হাউসে ফিরে আসার আড়াই মাস আগের দৃশ্যপট এটি।
এদিকে, জুলাইয়ে ট্রাম্প হত্যাচেষ্টার হামলা থেকে রক্ষা পেয়ে নিজেকে সামলে যেভাবে ফিরে এসেছেন সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন তাকে ‘নির্ভীক’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি ‘প্রস্তুত’ আছেন।
বিলিওনার ট্রাম্প এরপর এনবিসি নিউজকে বলেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেননি। কয়েক বছর ধরে পুতিনের প্রশংসা করে আসা ট্রাম্প এ সময় বলেন, ‘আমি মনে করি, আমরা কথা বলব।’
২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর বাইডেন ও পুতিনের সম্পর্কে যে বরফশীতল নীরবতা ছিল তা থেকে বের হয়ে আসতে, এটি একরকম বড়সড় ধাক্কাই বটে।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন, তিনি এই সংঘাতে শান্তি আলোচনার বিষয়টিকে সামনে নিয়ে আসবেন। তবে বুধবার ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির উদ্যোগগুলো ছিল ‘বিপজ্জনক’।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরও অনেক বিশ্বনেতার মতো ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। চীনের এই নেতার সমালোচনায় সোচ্চার ছিলেন কমলা হ্যারিস। তিনি বলেছেন, ট্রাম্প স্বৈরশাসকদের সঙ্গে বেশি বন্ধুত্ব করেছেন।
এনবিসিতে ডোনাল্ড ট্রাম্প অনিবন্ধিত অভিবাসীদের দেশ থেকে ব্যাপক হারে বের করে দেওয়ার পরিকল্পনার কথা আবারও বলেন।
ওদিকে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী দলের সঙ্গে কীভাবে নতুন দায়িত্ব পালন করা যায়, তার জন্য কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্পকে হোয়াইট হাউসে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের দল গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রে এখনও সই করেনি, যার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া ভাষণে বাইডেন ডেমোক্র্যাটদের আশা না হারিয়ে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, ‘মনে রাখবেন, একটি পরাজয়ের কারণে সবকিছুতেই হেরে গেছি, তা বোঝায় না।’