ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে জেলেনস্কির ফোন, ছিলেন ইলন মাস্কও
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে অভিনন্দন জানাতে ফোন করেন। এই ফোনকলে যুক্ত হন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্কও। প্রায় সাত মিনিট ধরে ট্রাম্প, জেলেনস্কি ও মাস্কের মধ্যে আলাপ হয় বলে সূত্র জানিয়েছে।
ফোনালাপের সময় ট্রাম্প ফোনের স্পিকার চালু করে দিলে জেলেনস্কি মাস্কের সঙ্গেও কথা বলেন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে সহযোগিতার জন্য মাস্ককে ধন্যবাদ জানান। তবে তাদের মধ্যে কোনো নীতিনির্ধারণবিষয়ক আলোচনা হয়নি।
জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলেন, ট্রাম্পের ‘ঐতিহাসিক জয়ের’ পর তারা দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে বাইডেন প্রশাসন থেকে পাওয়া বড় সহায়তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, কারণ ট্রাম্প নির্বাচনি প্রচারে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি কঠিন চুক্তিতে যাওয়ার জন্য চাপ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
ট্রাম্পের প্রচারে ইলন মাস্ক বড় সমর্থক ছিলেন এবং প্রচারে প্রায় ১১ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করেছেন। ফোনালাপে মাস্কের উপস্থিতির কারণে ভবিষ্যৎ প্রশাসনে তার প্রভাব বাড়বে বলে অনেকে মনে করছেন।