ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক, কঠোর নিরাপত্তায় ইসলামাবাদ
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের দিকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জনগণকে ‘দাসত্বের শৃঙ্খল ভাঙার’ আহ্বান জানিয়ে এই মিছিলে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছে দলটি। বিক্ষোভ ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। এরইমধ্যে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করা, রাজধানীর চারপাশে ব্যারিকেড স্থাপন এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই বিক্ষোভ এমন সময় হচ্ছে, যখন একটি বৃহৎ বেলারুশ প্রতিনিধিদল পাকিস্তান সফরে রয়েছে। একই সময়ে, কর্তৃপক্ষ বিক্ষোভ চলাকালীন সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন, জিও নিউজ ও ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এসব তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, আজ রোববার (২৪ নভেম্বর) সকালে পিটিআই নেতারা খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টারের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক থেকে বিক্ষোভের চূড়ান্ত কৌশল ঠিক হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার আলি আমিন গান্দাপুর শনিবার ঘোষণা করেন, ইমরান খানের নিঃশর্ত মুক্তি ও অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত পিটিআইয়ের এই বিক্ষোভ অব্যাহত থাকবে। এক ভিডিও বার্তায় গান্দাপুর বলেন, যদি রোববার ইসলামাবাদে বিক্ষোভকারীদের কোনো ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায় ফেডারেল সরকারের। তিনি দেশের সবাইকে ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভে যোগ দিতে জনগণকে আহ্বান জানান। একইসঙ্গে প্রবাসী পাকিস্তানিদের নিজ নিজ দেশে প্রতিবাদের আয়োজন করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ইমরান খানের নিঃশর্ত মুক্তি, ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের মর্যাদা রক্ষা।’