ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১
আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৭১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। খবর এএফপির।
রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে এক ফেসবুক পোস্টে সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক বিভাগ জানায়, দুর্ঘটনায় এ পর্যন্ত ৬৮ জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
চিফ ইন্সপেক্টর ড্যানিয়েল সানকুরার উদ্ধতি দিয়ে ওই পোস্টে আরও জানানো হয়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ওই যানটি রাস্তা থেকে ছিটকে নদীতে গিয়ে পড়ে। তবে ওই যানটিতে কতজন যাত্রী ছিল সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইথিওপিয়ার সিদামা রাজ্যে বোনা জুরিয়া ওরেদা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই স্থানটি রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ইথিওপিয়ার স্বাস্থ্য বিভাগের সরবরাহ করা ঝাপসা ছবিতে দেখা যায় অনেক মানুষ পানিতে ভাসতে থাকা যানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সেটি থেকে মানুষকে বের করে আনার চেষ্টা করছে। আরেকটি ছবিতে দেখা যায় নীল তারপুলিনে ঢেকে দেওয়া বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে আছে।