গাজায় ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৪৯
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-মাওয়াসির তথাকথিত ‘সেফ জোনের’ তাঁবুতে এ হামলা চালানো হয়।
আজ বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে। এ ছাড়া আহত বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।