গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় : ট্রাম্পকে ড্যানিশ রাজনীতিক
গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডারস ভিস্টিসেন। স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এরপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডানপন্থি প্যাট্রিয়টস ফর ইউরোপ গ্রুপের সদস্য ভিস্টিসেন আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের করা সমালোচনা করেন।
নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করে আসছেন। তিনি গ্রিনল্যান্ড হস্তান্তরে ডেনমার্ককে রাজি করানোর ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথাও অস্বীকার করেননি।
অ্যান্ডারস ভিস্টিসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সতর্কভাবে শুনুন। গ্রিনল্যান্ড ৮০০ বছর ধরে ডেনমার্কের অন্তর্ভুক্ত রয়েছে। এটি আমাদের দেশের অংশ। এটি বিক্রির জন্য নয়। আমাকে একটি শব্দ প্রয়োগ করতে দিন, যেটা হয়তো আপনি বুঝবেন। মি. ট্রাম্প (আপত্তিকর শব্দ)।’
এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাই স্টেফানুটা বলেন, ‘গণতন্ত্রের এই হাউসে ট্রাম্প সম্পর্কে আমরা যাই ভাবি না কেন, এমন ভাষা ব্যবহার করা যাবে না।’
ইউরোপীয় পার্লামেন্টের আরেক সদস্য লরা ব্যালারিন সেরেজা টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং মেটার সিইও মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি সংস্থার নির্বাহীদের বার্তা দিয়েছেন।
স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির লরা ব্যালারিন সেরেজা বলেন, ‘ইউরোপে লাখ লাখ ব্যবহারকারী আপনাদের প্ল্যাটফর্মগুলোকে অর্থ সরবরাহ করে। তবে, আমরা আইন তৈরি করে আমাদের নাগরিক ও গণতন্ত্রকে রক্ষা করতে চাই। আপনারা যদি এটি পছন্দ না করেন, তবে আপনারা (ইউরোপের বাজার) ছেড়ে যেতে পারেন এবং গুটিয়ে নিতে পারেন। বাড়ি ফিরে যেতে পারেন।’