অভিবাসন ও বৈচিত্র্যপূর্ণ নাগরিকত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার (২২ জানুয়ারি) মেক্সিকো সীমান্তে আরও ১৫০০ মার্কিন সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ঝড়োগতিতে নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তিনি অবৈধ অভিবাসন ও বৈচিত্রপূর্ণ নাগরিকত্ব প্রদান কর্মসূচির বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান ইতোমধ্যে শরণার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে ব্যর্থতার জন্য স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।
গত সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ শেষে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম টেলিফোন কলে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এ সময় যুবরাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি দেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য দিয়েছে। এ ছাড়া ট্রাম্প তার নিয়োগ প্রদান প্রক্রিয়ার অংশ হিসেবে ফাস্ট ফুট নির্বাহী অ্যান্ড্রু পাজডারকে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন।
ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসে তার দীর্ঘদিনের দেহরক্ষী সীন কারানকে নিরাপত্তা এজেন্সির পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের কথাও ঘোষণা করেন। গত বছরের জুলাই মাসে যখন একজন আততায়ী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেই গুলি তার কানের বাইরের অংশ ভেদ করে বেরিয়ে যায়, সে সময়টাতে সীন কারান তার পাশেই ছিলেন।
গণমাধ্যমের সমালোচনাকারী রক্ষণশীল কর্মী এল ব্রেন্ট বোজেলকে সরকারি গণমাধ্যম পর্যালোচনাকারী এজেন্সির প্রধান হিসেবে নিয়োগের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।
এ ছাড়া ইউক্রেন শান্তিচুক্তি মেনে না নিলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে, ট্রাম্পের এমন ঘোষণা নতুন করে প্রশ্নের উদ্রেক করেছে। কেননা তিনি এর আগে বলেছিলেন, এই সমস্যা তিনি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে ফেলবেন।
তাছাড়া ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার পূর্বসূরী জো বাইডেন তার জন্য প্রচুর কাজ রেখে গেছেন।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট নিশ্চিত করেছেন, ট্রাম্পের নির্বাহী আদেশের পর সীমান্তে অতিরিক্ত ১৫০০ সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগেই অবশ্য মার্কিন সীমান্তরক্ষী ও পুলিশের কাজে সহযোগিতার জন্য ২০০০ সৈন্য সীমান্তে মোতায়ন ছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হুমকি দিয়ে বলেছে, লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে যদি স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে, তাদের দমন কাজের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তর এই তথ্য দিয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে এমন একটি মেধাভিত্তিক সমাজ গঠন করতে চান, যেখানে মানুষের গায়ের রং নয়, বরং তার দক্ষতা অনুয়ায়ী লোকজনকে কাজ দেওয়া হবে।