যুক্তরাষ্ট্রের দুর্যোগপীড়িত অঞ্চল পরিদর্শনে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির দুর্যোগপীড়িত নর্থ ক্যারোলাইনা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য পরিদর্শন করেছেন। ক্ষমতায় ফিরেই এই সফরের মাধ্যমে তিনি জরুরি সাহায্য প্রদানের বিষয়টিকে রাজনৈতিক লক্ষ্যপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। খবর এএফপির।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি এমন একটি অধ্যাদেশে স্বাক্ষর করবেন, যা কেন্দ্রীয় দুর্যোগ সংস্থাকে বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, এটি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করার এবং কোন রাজ্যগুলো ওয়াশিংটন থেকে অর্থ পাবে, সে বিষয়টি নির্ধারণ করতে তার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে পারে।
এ সময় এই রিপাবলিকান ধনকুবের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তহবিল বন্ধেরও হুমকি দেন। তিনি বলেন, ভয়াবহ দাবানল মোকাবিলায় যদি তার নির্দেশ সঠিকভাবে অনুসরণ করা না হয়, তবে তিনি সে পদক্ষেপ নেবেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই সফর এমন একটি সময়ে অনুষ্ঠিত হলো যখন তার প্রতিশ্রুতি অনুসারে লাখ লাখ অনিবন্ধিত লোকজনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এদের মধ্যে অনেককে সামরিক বিমানে করে দেশ থেকে বের করে দেওয়ার কাজও চলছে।
নর্থ ক্যারোলাইনাতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) সত্যিকারভাবেই আমাদের ডোবাচ্ছে।’ এই রাজ্যটিতে গত বছর হারিকেন হেলেনের আঘাতে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারায়।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি একটি নির্বাহী আদেশে সই করতে পারেন, যেটির মাধ্যমে ফেমাকে পুনর্গঠনের বা ঢেলে সাজানোর কাজ শুরু হতে পারে অথবা ফেমাকে বন্ধ করে দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘আমরা ফেমাকে চলে যেতে সুপারিশ করব।’
এ সময় ডোনাল্ড ট্রাম্প প্রলয়াঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে দেখা করে। লোকজন কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যর্থতার কথা এবং বিমা কোম্পানির ব্যর্থতার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় দাবানলের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার দায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাটদের ওপর তুলে দিতে চান। ভয়াবহ এই দাবানলে ২৪ জনেরও বেশি লোক মারা যায় এবং শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ক্যালিফোর্নিয়ায় সাহায্য প্রদান বন্ধ করে দেবেন যদি না রাজ্যটি তাদের ভোটাধিকার আইন পরিবর্তন না করে। তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়ার যদি কোনো শর্ত থাকে, তবে আমি দুটো বিষয় চাই, আমি ক্যালিফোর্নিয়ার নাগরিকদের জন্য ভোটার আইডি চাই এবং আমি দেখতে চাই, পানি ছাড়া হচ্ছে এবং তা নেমে আসছে। আর এরপরই আমি ক্যালিফোর্নিয়ার জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হব, যা তারা আগে কখনো দেখেননি।’