বিতাড়িত নাগরিকদের গ্রহণে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত মেক্সিকো
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করতে কঠোর অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বিতাড়িত নাগরিকদের গ্রহণে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে মেক্সিকো।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। আজ শনিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, বৃহস্পতিবার একদিনে বিতাড়িত নাগরিকদের রেকর্ড চারটি ফ্লাইট গ্রহণ করেছে মেক্সিকো।
এরপরই মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, ‘আমাদের ভূখণ্ডে মেক্সিকানদের সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত আছি।’