সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে, আশা ভারতের
সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিজ দেশের অবস্থান তুলে ধরেন। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
ভারতের সঙ্গে চারটি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১০ সালে যে চুক্তিটি হয়েছে, সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা অসম।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত–সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি, উভয় দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেসব সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তিগুলোর প্রতি সম্মান দেখানো হবে।
![](http://www.malaysia.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/01/inaar.jpg)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে। এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে। তাই আমরা আশা করি, সবগুলো চুক্তিকে সম্মান জানানো হবে।’