দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুই দিনের সফরে ওয়াশিংটনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১২ ফেব্রুয়ারি এ সফর শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। দুই দিনের গুরুত্বপূর্ণ এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটিই হবে মোদির ওয়াশিংটনে প্রথম দ্বিপাক্ষিক সফর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো বিবরণ ঘোষণা করেনি, তবে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিস সফরে যাবেন। এরপরই ওয়াশিংটন ভ্রমণ করবেন। মোদি এই সফরে ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনায় অংশ নেবেন। এ সফরের ফলে মার্কিন-ভারত সুসম্পর্ক বৃদ্ধি পাবে।
এ সফর উপলক্ষে নরেন্দ্র মোদি ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরমধ্যে ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পে সাথে নৈশভোজে অংশ নেবেন বলে জানা গেছে।
মোদির এ সফরে যেসব বিষয়ে আলোচনা হতে পারে
এ সফরে বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অবৈধ অভিবাসন। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধে সোচ্চার। উভয় দেশই অবৈধ অভিবাসীদের উদ্বেগ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মোদির এ সফরে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের হুমকি অতীতে দিয়েছিলেন তা এড়ানোর ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কেননা, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরপরই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।