মেক্সিকোতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/meksiko.jpg)
মেক্সিকোতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মেক্সিকো দক্ষিণ-পূর্ব অঞ্চলের ক্যাম্পেচ রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসে থাকা ৩৬ জন ও ট্রাকের দুজন নিহত হয়েছেন। এছাড়া এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাক ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় বাহনে আগুন ধরে যায়। দুটি যানবাহনই পুড়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়।
রাজ্যের প্রসিকিউটর জ্যাকসন ভিলাসিস জানান, নিহতদের স্বজনরা আরও চারজনের মৃত্যু হয়েছে দাবি করেছেন। কিন্তু এই মৃতদেহ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় নয়জন বেঁচে আছেন।
সরকারিভাবে জানানো হয়, ইউকাটান উপদ্বীপে অপর একটি বাস দুর্ঘটনার পর এটিই প্রথম দুর্ঘটনা। তবে সরকারিভাবে মৃতের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
শনিবার বাসটি মেক্সিকোর তাবাসকো রাজ্য থেকে ছেড়ে ক্যারিবিয়ান সমুদ্র সৈকত অবকাশ নগরী কানকুনের দিকে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ট্রাক ও বাসটি আগুনে পুড়ে যাচ্ছে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার গুয়াতেমালায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ৫৪ জন মারা গেছেন। একটি বাস গার্ড রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।