যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ‘তৈরি করা পরিকল্পনা’ নেই : জেলেনস্কি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/zeleneskyy.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কোনো ‘তৈরি করা পরিকল্পনা’ নেই বলে আমি মনে করি। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ। আমি প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পকে বলেছি... আমি যেকোনো সময় প্রস্তুত, আমার এর জন্য কিছু প্রয়োজন নেই, কোনো সংখ্যা, কিছুই না। আমি সব জানি। আমরা যেকোনো সময় আলোচনা করতে প্রস্তুত।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা সব বিষয়ে কথা বলতে প্রস্তুত, (সামরিক) বাহিনী থেকে শুরু করে নিরাপত্তা গ্যারান্টি পর্যন্ত, আমরা ন্যাটোতে থাকবো নাকি ন্যাটো আমাদের মধ্যে থাকবে—সব কিছুর জন্য আমরা প্রস্তুত। আমরা যেকোনো উপায়ে পুতিনকে থামানোর জন্য প্রস্তুত।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইউক্রেন আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করতে চায় এবং ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যাবর্তনের ভয় দূর করতে চায়।
এ ছাড়া তিনি নিশ্চিত করেন যে, ইউক্রেন তার বিরল খনিজ সম্পদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সংক্রান্ত একটি খসড়া চুক্তি মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে ভলোদিমির জেলেনস্কি বলেন, আমাদের কথোপকথন ‘কিছু বিস্তারিত আলোচনা করার জন্য যথেষ্ট ছিল’, কিন্তু ‘পরিকল্পনা তৈরির জন্য যথেষ্ট ছিল না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একে অপরকে শুনেছি। আমরা খুব ইতিবাচকভাবে কথা বলেছি। এটি সত্যিই একটি ভালো আলোচনা ছিল। আমরা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির বিশদ বিবরণ, প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করেছি।’
![](https://www.uae.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/zeleneskyy_inner.jpg)
জেলেনস্কি আরও বলেন, আমার কাছে থাকা যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির তথ্য ট্রাম্পের কাছে কিছুটা ভিন্ন, তবে ‘প্রধান বিষয় হলো, আমরা পরবর্তীতে কী করবো।’
এ ছাড়া, তিনি ও ট্রাম্প রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের বিষয়েও আলোচনা করেছেন বলে জানান। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে কয়েকশ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে, যেখানে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে।
জেলেনস্কি বলেন, ‘আমরা উত্তর কোরিয়া নিয়ে অনেক কথা বলেছি। সেখানে কত হাজার সেনা রয়েছে, কতজন নিহত হয়েছে... এখন আমরা দেখছি, দুই হাজার থেকে তিন হাজার উত্তর কোরীয় সেনাকে কুরস্ক অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।’
ইউক্রেনীয় কর্মকর্তাদের হিসাবে, রাশিয়ার পক্ষে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের সংখ্যা প্রায় ১১ হাজার যার মধ্যে চার হাজারের বেশি নিহত হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমার মনে হয় উত্তর কোরীয় সেনাদের মনোবল ভেঙে পড়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকে পালিয়ে যাচ্ছে।’
জেলেনস্কি জোর দিয়ে বলেন, ‘ট্রাম্পের জন্য এটি গুরুত্বপূর্ণ যে তিনি জানেন, রাশিয়া এখনও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক কর্মী, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে যোগাযোগ বজায় রেখেছে।’