মুক্তির জন্য তিন জিম্মির নাম ঘোষণা হামাস-ইসলামি জিহাদের

গাজা থেকে আগামীকাল শনিবার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছে হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদ (পিআইজে)। এরই মধ্যে তাদের নামও ঘোষণা করা হয়েছে। খবর আল-জাজিরার।
জিম্মিরা হলেন- আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন। ইসরায়েল তিনজনের এই তালিকা গ্রহণ করেছে।
এদিকে, তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এর মধ্যে ৩৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৩৩৩ জন গাজার বাসিন্দা বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৩৯ জন নিহত এবং এক লাখ ১১ হাজার ৬৭৬ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস তাদের হিসাব হালনাগাদ করে জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে, যাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ থেকে নিহত বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালায় দখলদার ইসরায়েল।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।