যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল হামাস, পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক

নির্ধারিত ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা করবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাওয়ি এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
এদিকে, দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেনাবাহিনীকে সেখানে "দীর্ঘমেয়াদী অবস্থানের" জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।ইতোমধ্যে উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কারণে ৪০ হাজার ফিলিস্তিনি সেখান থেকে পালিয়েছেন।

অপরদিকে, প্রাক্তন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় বৈরুতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ নিয়েছেন। প্রায় পাঁচ মাস আগে তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৮ হাজার ৩১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিসের মতে, মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।