জার্মানিতে কনজারভেটিভদের বিজয়, রেকর্ড ফলাফলে উগ্র ডানপন্থীদের উল্লাস

ফ্রিডরিশ মের্জের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি জার্মানির নির্বাচনে জয়ী হয়েছে, তবে তারা প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।
উল্লসিত সমর্থকদের উদ্দেশে মের্জ বলেন, ‘আজ রাতে আমরা উদযাপন করব, আর সকালে কাজে নামব।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন যে দায়িত্ব বহন করতে যাচ্ছি তা সম্পর্কে সচেতন।’ খবর বিবিসির।
অন্যদিকে, উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যা তাদের জন্য রেকর্ড ফলাফল। আফডির চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ওয়েইডেল সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করেন, তবে প্রত্যাশার তুলনায় কম ভোট পাওয়ায় দলের অভ্যন্তরে কিছুটা হতাশার ছায়া ছিল।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে যখন নির্বাচনের ফলাফল আসতে শুরু করে, তখন স্পষ্ট হয়ে যায় যে আফডি পূর্ব জার্মানিতে ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। পাবলিক ব্রডকাস্টার জেডডিএফের এক সমীক্ষা অনুযায়ী, তারা সেখানে ৩৪ শতাংশ ভোট পেয়েছে।
অ্যালিস ওয়েইডেল বলেন, ‘জার্মানরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।’ তিনি বলেন, ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হবে এবং ‘আমাদের নতুন নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতে হবে না।’
নির্বাচনে টার্নআউট ও জোট গঠনের চ্যালেঞ্জ
এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল অভূতপূর্ব—৮৩ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।
ফ্রিডরিশ মের্জ চেয়েছিলেন এককভাবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি শক্তিশালী জোট গঠন করতে, যাতে তিনি চার বছরের মধ্যে অর্থনৈতিক স্থবিরতা ও অনিয়মিত অভিবাসন সমস্যার সমাধান করতে পারেন।
তবে ভোটাররা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তার নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও এর বাভারিয়ান সহযোগী দল মোট ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে, যা প্রত্যাশার তুলনায় কম।
মের্জ আফডির সঙ্গে কাজ করতে রাজি নন, কারণ জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে উগ্র ডানপন্থীদের সঙ্গে জোট গঠনের বিষয়ে একটি ‘ফায়ারওয়াল’ বা নিষেধাজ্ঞা বিদ্যমান।
অন্যদিকে, তার সম্ভাব্য জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসডিডি) তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ ফলাফল করেছে—মাত্র ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে। চ্যান্সেলর ওলাফ শলৎস এই ফলাফলকে ‘তিক্ত পরাজয়’ বলে স্বীকার করেছেন এবং জোট আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।
গ্রীন পার্টিও মের্জের জন্য সম্ভাব্য জোটসঙ্গী, তবে ভোটের আগে তিনি দলটির নেতা রবার্ট হাবেককে ‘হিট পাম্পের প্রতিনিধি’ বলে বিদ্রূপ করেছিলেন।
নির্বাচনে প্রভাব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়ার বড় প্রভাব দেখা গেছে। আফডি দল তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য ব্যাপকভাবে টিকটক প্রচারণা চালায়, যার ফলে তারা ১০ শতাংশ বেশি সমর্থন পেয়েছে।
এ ছাড়া, মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আফডির পক্ষে খোলাখুলি সমর্থন জানিয়েছিলেন, যা বেশ বিতর্ক সৃষ্টি করে। ভ্যান্সের মিউনিখ সফরকে ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলে সমালোচনা করা হয়েছে, আর মাস্ক তার এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একাধিক মন্তব্য করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মের্জের জয়কে স্বাগত জানিয়ে বলেন, ‘জার্মান জনগণও যুক্তরাষ্ট্রের মতোই অভিবাসন ও জ্বালানির মতো অযৌক্তিক নীতির প্রতি বিরক্ত।’
তবে মের্জ ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মেলাননি। এক টেলিভিশন আলোচনায় তিনি বলেন, ‘গত এক সপ্তাহে স্পষ্ট হয়েছে যে ট্রাম্প প্রশাসন ইউরোপের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আগ্রহী নয়।’
তিনি আরও বলেন, ‘আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে ইউরোপকে দ্রুত শক্তিশালী করা, যাতে ধাপে ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো যায়।’

নতুন প্রজন্মের ভোট ও বামপন্থীদের উত্থান
এই নির্বাচনে কনজারভেটিভ সিডিইউ দলের মূল ভোটার ছিল বয়স্ক জনগোষ্ঠী, অন্যদিকে ১৮-২৪ বছর বয়সী ভোটারদের মধ্যে আফডি এবং বামপন্থী দল দ্য লেফটের প্রতি বেশি সমর্থন দেখা গেছে।
দ্য লেফট সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা হারিয়ে ৫ শতাংশ ভোটের বাধার নিচে নেমে গিয়েছিল। তবে দলের কো-লিডার হেইডি রাইখিনেকের কিছু আগ্রাসী সংসদীয় ভাষণের টিকটক ভিডিও ভাইরাল হয়, যার ফলে তারা ৯ শতাংশ ভোট ও তরুণদের এক চতুর্থাংশ সমর্থন অর্জন করেছে।
ইউরোপের প্রতিক্রিয়া
মের্জের জয়কে ইউরোপের নেতারা স্বাগত জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের অবশ্যই একত্রিত হয়ে এই অনিশ্চয়তার সময়ে বিশ্ব ও ইউরোপের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, ‘আমরা আমাদের যৌথ নিরাপত্তা জোরদার করতে এবং উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কাজ করব।’