ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, চার মরদেহ হস্তান্তর করল হামাস

গাজায় আটকে থাকা চার ইসরায়েলির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সর্বশেষ নির্ধারিত বিনিময়ের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। একই সময়ে ওফের কারাগার থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহতে পৌঁছেছে। খবর আল-জাজিরার।
হামাস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, যার আওতায় ইসরায়েলের কাছে গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকা ৬২০ ফিলিস্তিনি বন্দিকে হস্তান্তর করা হবে। একই সংখ্যক নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে, যারা যুদ্ধ শুরুর পর গাজায় আটক হয়েছিল।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ ইসরায়েলকে গাজায় আরও তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্রচণ্ড ঠান্ডায় ছয় ফিলিস্তিনি নবজাতকের হাইপোথার্মিয়ায় (অতিরিক্ত ঠান্ডাজনিত মৃত্যু) মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১১ হাজার ৭৬১ জন আহত হয়েছেন। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং তারা নিহত বলেই ধারণা করা হচ্ছে।

অপরদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্বাঞ্চলে একটি বিমান হামলা চালিয়েছে, যেখানে হিজবুল্লাহর ৪৪০০ ইউনিটের এক গুরুত্বপূর্ণ সদস্য নিহত হয়েছে।
ইসরায়েলের দাবি, এই হামলাটি হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যে চালানো হয়েছে।
হামলার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন ও ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বেড়েই চলেছে, যেখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।