ট্রাম্প ‘সরাসরি’ আলোচনার ঘোষণা দিলেও ভিন্ন সুর ইরানের

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আগামী শনিবার (১২ এপ্রিল) আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এটাকে ‘সরাসরি’ আলোচনা বললেও ইরান বলছে ভিন্ন কথা। তারা এটাকে পরোক্ষ আলোচনা বলে উল্লেখ করেছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।
এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, আগামী শনিবার ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে ‘পরোক্ষ উচ্চ-পর্যায়ের’ আলোচনায় বসবে।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আব্বাস আরাকচি নিজেই ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন মধ্যপ্রাচ্যে দেশটির শীর্ষ দূত স্টিভ উইটকফ।
এদিকে স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তা শুরু হয়ে গেছে। শনিবার পর্যন্ত এটি চলবে। আমাদের একটি বড় বৈঠক রয়েছে, দেখা যাক কী হয়।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় সবাই একমত যে একটি চুক্তিতে পৌঁছানোই শ্রেয়।’
শনিবারের উচ্চপর্যায়ের আলোচনাটি কোথায় হবে তা না জানালেও একটি চুক্তি হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন ট্রাম্প।
তবে মার্কিন প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে ‘সরাসরি’ শব্দটি ব্যবহার করলেও ইরান জোর দিয়ে বলেছে যে আলোচনা ‘পরোক্ষ’ হবে। এর অর্থ হলো- দুই দেশের প্রতিনিধি সরাসরি মুখোমুখি না হয়ে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করবেন।
দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। এই পরিস্থিতিতে ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরোক্ষ আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।