ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদধসে ১০০ জনের প্রাণহানি

ডোমিনিকান রিপাবলিকে একটি নাইটক্লাবের ছাদধসে প্রায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) ভোরে দেশটির উদ্ধারকারী দলের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডোমিনিকান রিপাবলিকের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডিজ সাংবাদিকদের বলেছেন, জনপ্রিয় গায়ক রুবি পেরেজের কনসার্টের সময় ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। বুধবার ভোরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের সন্ধানে অভিযান চালিয়েছেন। ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাতে জেট সেট নাইটক্লাবে শত শত মানুষের সামনে গান পরিবেশন করছিলেন বিখ্যাত মেরেনগু শিল্পী পেরেজ। সে সময় ছাদ ধসে পড়লে তিনিও নিহত হন। শিল্পী পেরেজের ম্যানেজার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
ছাদধসের ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন। প্রিয়জনদের খোঁজে নাইটক্লাবের বাইরে ভিড় করেছেন তাদের আত্মীয়-স্বজনরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় ৩৭০ জনের একটি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে জীবিতদের সন্ধান চালাচ্ছেন।
ধ্বংসস্তূপে আটকা পড়াদের খোঁজে আসা রুডলফো এসপিনাল নামের এক ভ্যক্তি এএফপিকে বলেন, ‘আমার এক ভাতিজি, চাচাতো ভাই এবং কিছু বন্ধু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিনি তার প্রিয়জনদের খবরের জন্য অপেক্ষা করছেন।
নিহতদের মধ্যে সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডটেল এবং টনি ব্ল্যাঙ্কোও রয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৫১ বছর বয়সী ডটেলকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।
স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটের দিকে যখন দুর্ঘটনা ঘটে, তখন ক্লাবটিতে ৫০০ থেকে এক হাজার লোক ছিলেন। ক্লাবটির ধারণক্ষমতা প্রায় এক হাজার ৭০০ জনের।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পেরেজ যখন মঞ্চে গান গাইছিলেন, তখন বিদ্যুৎ চলে যায় এবং এরপরই ছাদ ধসে পড়ে।
পেরেজের মেয়ে জুলিনকা সাংবাদিকদের জানান, ছাদ ধসের পর নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও তার বাবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদ জানান, নিহতদের মধ্যে মন্টি ক্রিস্টি পৌরসভার গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন। এ ঘটনায় প্রেসিডেন্ট দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।