ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া ব্রাসেলসে ৫০ দেশের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি। খবর বিবিসির।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনে আক্রমণ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ প্রয়োগ করবেন। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অব্যাহত রেখে রাশিয়ার আগ্রাসন প্রতিহতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
এই প্যাকেজের মধ্যে রয়েছে লাখ লাখ ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন ও সামরিক যান মেরামতের অর্থায়ন। যুক্তরাজ্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে। এ ছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন ইউক্রেনের জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে অতিরিক্ত অর্থ দেবে। এই প্যাকেজের মধ্যে রয়েছে ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহ করা যানবাহন ও সরঞ্জাম মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া ১৬০ মিলিয়ন পাউন্ড।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, রাডার সিস্টেম, ট্যাংক বিধ্বংসী মাইন এবং লাখ লাখ ড্রোন এই প্যাকেজের অংশ, যার মূল্য ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।
প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেন, ইউক্রেনকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে রাখার জন্য এই প্রতিরক্ষা কর্মকর্তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যুদ্ধ ভুলে গিয়ে আমরা শান্তিকে বিপন্ন করতে পারি না, যে কারণে আজকের বড় প্যাকেজটি ইউক্রেনকে সম্মুখ যুদ্ধে সমর্থন বৃদ্ধি করবে। ২০২৫ সাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমাদের কাজ হলো ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে তাদের যা প্রয়োজন তা তুলে দেওয়া।’

এই তহবিলটি যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি একাধিক সামরিক প্রতিশ্রুতির অংশ। গত মাসে লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউক্রেনের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন। একইসঙ্গে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে লাভের মাধ্যমে আরও সামরিক সহায়তা প্রদানের জন্য ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ড ঋণ প্রদানের ঘোষণা দেন তিনি।