২৯ এপ্রিলের মধ্যে পাকিস্তানিদের ভারত ত্যাগের নির্দেশ
ভারতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপির।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নেওয়া সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এটি গ্রহণ করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পহেলগাম জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার তাৎক্ষণিকভাবে পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।
যদিও একদিন আগেই ভারতের নির্দেশে পাকিস্তানে তাদের কূটনীতিকের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে নয়াদিল্লিতে পাকিস্তানি কূটনীতিকদের ওপর কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি তাদের প্রতিবেদনে নিহত ব্যক্তির সংখ্যা জানিয়েছে অন্তত ২৬ জন।