এক দশক পর ইরানের জন্য সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট চালু

এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আজ রোববার (১৮ মে) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘শনিবার তেহরানের ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানি হজ যাত্রীদের বহনকারী ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস।’
পুনরায় সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে ইরানি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় যাত্রা সহজতর হবে।
এর আগে গত ৬ মে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মেহদি রামেজানি বলেন, ‘ফ্লাইনাস ৮ মে থেকে ১ জুলাই পর্যন্ত ২২৪টি ফ্লাইট পরিচালনা করবে, যার মাধ্যমে প্রায় ৩৭ হাজার ইরানি হজযাত্রী সৌদি আরবে যাবেন।’

২০১৬ সালে সৌদি আরবে শিয়াদের ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়।
২০২৩ সালের চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অংশ হিসেবে দূতাবাস পুনরায় চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই ফ্লাইট পুনরায় চালু হওয়া কেবল ধর্মীয় তীর্থযাত্রীদের জন্য সুবিধাজনক নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।