যে কারণে ফিল্ড মার্শাল পদোন্নতি দেওয়া হলো পাকিস্তানের সেনাপ্রধানকে

পাকিস্তানের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরকে দেশটির সামরিক ইতিহাসে বিরলতম পদমর্যাদা ‘ফিল্ড মার্শাল’ পদোন্নতি দেওয়া হয়েছে। ১৯৫৮ সালে আইয়ুব খানের পর তিনিই দ্বিতীয় ব্যক্তি, যিনি এই পাঁচ তারকা পদমর্যাদা লাভ করলেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্প্রতি ভারতের সঙ্গে সামরিক সংঘাতে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুসে’ সাহসী ও কৌশলগত নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার এক বৈঠকে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ চলাকালে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোত্তম কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুকে পরাজিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল মুনির অনুকরণীয় সাহস ও দৃঢ়তার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টাকে সমন্বয় করেছেন। ‘মারকা-ই-হক’ বা সত্যের যুদ্ধে পাকিস্তানকে সাফল্য এনে দেওয়ার ব্যতিক্রমী কৌশলের জন্য সেনাপ্রধানকে শ্রদ্ধা জানিয়েছে মন্ত্রিসভা।
আসিম মুনিরের বিরল পদোন্নতির মূল কারণগুলো হলো—
‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর নেতৃত্ব
গত ৬ ও ৭ মে রাতে ভারত কর্তৃক উসকানিবিহীন হামলার পর পাকিস্তান ১০ মে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি বৃহৎ আকারের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে জেনারেল মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হামলা সফলভাবে প্রতিহত করে এবং পাল্টা হামলা চালায়। এই সামরিক সংঘাতের সময় তার বিচক্ষণ নেতৃত্বকে পদোন্নতির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ
বিবৃতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করায় জেনারেল মুনিরের ভূমিকার কথা বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করায় তার অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সাহসী ও কৌশলগত নেতৃত্ব
শত্রুকে পরাজিত করতে তার সাহসী নেতৃত্ব এবং সর্বোত্তম সামরিক কৌশল প্রয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই কৌশলগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক পদমর্যাদা দেওয়া হয়েছে।
পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরক্ষার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি।
ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ, যা জেনারেল পদের উপরে। এটি অসাধারণ ও অনুকরণীয় সামরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটি পাঁচ তারকা পদমর্যাদা। এই পদোন্নতিকে পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।