অনলাইন প্রেমিককে সিরিয়া যেতে সহায়তা, তরুণীর কারাদণ্ড

Looks like you've blocked notifications!

অনলাইন প্রেমিককে ব্রিটেন থেকে সিরিয়া যেতে সহায়তা করায় এক তরুণীর ১৫ মাসের কারাদণ্ডাদেশ হয়েছে। যুক্তরাজ্যের একটি আদালত তাঁকে এ দণ্ডাদেশ দিয়েছেন।

অ্যানজেলা শফিক নামের ওই তরুণী স্কাইপেতে মোহাম্মদ নাহিন আহমেদ নামে এক তরুণের সাথে রোমান্টিক সম্পর্ক গড়ে তোলেন। যদিও কখনো তাঁদের সাক্ষাৎ হয়নি। কথোপকথনের সময় অ্যানজেলা পরামর্শ দেন কীভাবে কাগজপত্র সংগ্রহ করতে হবে; কীভাবে সীমান্ত পার হতে হবে।এ ঘটনায় অ্যানজেলাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ২০১৩ সালের মে মাসে নাহিন আহমেদ ও তাঁর বন্ধু ইউসুফ সরওয়ার যুক্তরাজ্য থেকে তুরস্ক হয়ে সিরিয়া যান ইসলামপন্থী বিদ্রোহীদের হয়ে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করতে। গত বছর জানুয়ারিতে তাঁরা যুক্তরাজ্যে ফেরার পর গ্রেপ্তার হন। পরে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতির কথা স্বীকার করেন।

তবে পশ্চিম লন্ডনের বাসিন্দা অ্যানজেলা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি নাহিনের সাথে কথোপকথন ‘মজা করা’ মাত্র।কিন্তু ওল্ড বেইলির আদালতে জুরি বোর্ডের কাছে অ্যানজেলা দোষী সাব্যস্ত হয়েছেন।

বিচারক স্টিফেন ক্রেমার কিউসি রায় ঘোষণার সময় অ্যানজেলার উদ্দেশে বলেন, ‘তুমি একজন চালাক কমবয়সী নারী।তুমি ভালো করেই জানতে তুমি কী বলছ এবং কী করছ।’ তিনি আরো বলেন, ‘তুমি যা করেছ তা মাসের পর মাস, অনবরত এবং নিবিড়ভাবে করেছ।’