নাবীল অনুসূর্য
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই যুক্ত হয়েছেন পেশাদার সাংবাদিকতায়। পড়ালেখা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, চিত্রকলা, রাজনীতি, খেলাধূলা, গণমাধ্যম; আড্ডা দিতে ভালোবাসেন সবকিছু নিয়ে। চলচ্চিত্র সংসদ আন্দোলনে জড়িত ছিলেন শিশু চলচ্চিত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গে। কাজ করতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে, এখন ফ্রিল্যান্সার লেখক হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত লিখছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩টি; তের নম্বর রাজডিম (শিশুসাহিত্য), ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ (শিশুসাহিত্য) এবং পরির প্রতি পত্রাদি (কবিতা)।