কাঁচাবাজারে ছুটির প্রভাব, দামও কম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/29/bazar.jpg)
করোনাভাইরাসের কারণে দেশে ১০ দিন অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার। ছুটির কারণে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে গ্রামে গেছেন। এ ছাড়া ঢাকায় যারা রয়েছেন তাঁরাও আতঙ্কের কারণে ঘর থেকে কম বের হচ্ছেন। আর এতে রাজধানীর বিভিন্ন সবজির বাজার প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে।
আজ রোববার রাজধানীর কারওয়ানবাজার, টিকাটুলি, যাত্রাবাড়ী, শনির আখড়া, খিলগাঁও, হাতিরপুল, মিরপুর-১১, ফকিরাপুলসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। আর ক্রেতা না থাকায় বাজারে খুবই কম দামে বিক্রি হচ্ছে সবজি। যেসব সবজি সরকারি সাধারণ ছুটির আগে বেশি দাম ছিল, তা এখন প্রায় অর্ধেকে নেমে গেছে।
কারওয়ানবাজারে গিয়ে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। এ ছাড়া এই বাজারে লেবু ছাড়া সব ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা করে কমেছে।
কারওয়ানবাজারের দোকানি হালিম জানান, সরকারি সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকে কোনো ক্রেতা নেই। অল্প করে সবজি আনি তাও সব বিক্রি হয় না, রাতে সব পঁচে যায়। তা ফেলে দেই বা অনেক সময় রাস্তার গরিবদের দিয়ে দেই। তিনি আরো বলেন, ‘পাশেই পাইকারি বাজার। সেখানে সবজির অভাব নেই। দামও কম। কিন্তু এনে কি করব? কাস্টমার না থাকলে এনে লাভ নেই।’
অপরদিকে বাজারের আরেক ব্যবসায়ী আলী আহমেদ জানান, বাজারে প্রতি কেজি আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা। এ ছাড়া ৬০ টাকার করলা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। বেগুন ও শিম ২৫-৩০ টাকা করে বিক্রি হচ্ছে। শীতের এই সবজি গত সপ্তাহ থেকে ৩০ টাকা দাম কমেছে। তিনি বলেন, টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।
এদিকে বাজারে দাম কমায় নিম্ন আয়ের মানুষ স্বস্তিবোধ করছেন। বাজার করতে আসা রহিম উদ্দিন বলেন, অন্য সময় সবজির দাম অনেক থাকে। কিন্তু সরকারি সাধারণ ছুটির কারণে সবজি কম দামে বিক্রি হচ্ছে। আমরা গরিবরা এখন কম টাকার মধ্যে সবজি কিনতে পারছি।
এদিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, পটল কেজিপ্রতি ৪০ টাকায়, শসা ও খিরা ২০-৩০ টাকায়, ধুন্দল ও ঝিঙা ৩০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, মিষ্টি কুমড়ার পিচ ১৫-২০ টাকায়, বরবটি ৫০ টাকায়, ঢেঁড়শ ও কচুরলতি ৪০ টাকায়, কাঁচাকলা প্রতি হালি ২০-৩০ টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
এ ছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। প্রতি হালি লেবু মানভেদে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।