বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে : আইএমএফ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/19/imf.jpg)
রাজধানীর একটি হোটেলে রোববার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএমএফের এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দ। ছবি : এনটিভি
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেইসঙ্গে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ২০২১-২২ অর্থবছরে মূল্যস্ফীতি বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসের চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
রাজধানীর একটি হোটেলে আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় আইএমএফ। এতে বক্তব্য দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দ।
৫০ বছরে বাংলাদেশের অর্থোনৈতিক অর্জন প্রশংসনীয় উল্লেখ করে রাহুল আনন্দ বলেন, ‘এলডিসি তালিকা থেকে উত্তরণের পর দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, দেশের আর্থিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে সংস্কার আনা প্রয়োজন।’