স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৯৮৩ টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/21/gold-1.jpg)
সোনার অলংকারের ফাইল ছবি
স্বর্ণের দাম নিয়ে অস্থিরতা কাটছেই না। দেশের বাজারে স্বর্ণের অলংকারের দাম আবার ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে।
নতুন দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি গতকাল মঙ্গলবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।
এর আগে সবশেষ গত বছরের ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি। নতুন দর কার্যকর হওয়ায় আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। রুপার দাম অপরিবর্তিত থাকবে।