১০০ টাকার কমে মিলবে পেঁয়াজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/05/ctg-onion-rate.jpg)
দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের সঙ্গে সভায় বসে ব্যবসায়ীরা বলেন, আগামী দুই-একদিনের মধ্যে খুচরা বাজারে ১০০ টাকার কমে বিক্রি হবে পেঁয়াজ। আগামীকাল অথবা পরশু থেকে বাজার স্থিতিশীল হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত পাইকারি ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সভার পর এসব সিদ্ধান্তের কথা জানায় ব্যবসায়ী নেতা ও জেলা প্রশাসন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজির সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন, পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়া বক্তব্য দেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন জানান, আগামী কয়েকদিনের মধ্যে মিসর ও চীন থেকে মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপের আমদানি করা ৫০ হাজার টন করে এক লাখ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এক সপ্তাহের মধ্যে ভারত থেকে নতুন পেঁয়াজ আমদানি শুরু হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকার নিচেও চলে আসতে পারে বলে আমরা আশা করছি।
এ সময় নির্ভয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টির কথা বলেন পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়া।