মোদিকে যৌথ গ্রুপের প্রস্তাব ব্যবসায়ীদের
বাংলাদেশে ভারতের বিনিয়োগকে সহজ করতে দুই দেশের বেসরকারি খাতের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে প্রতিবেশী দেশটিতে রপ্তানি বাড়ানোর বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।urgentPhoto
আজ রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতকালে এ প্রস্তাব দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ১৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, নরেন্দ্র মোদির এই ঐতিহাসিক সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে দেশ দুটির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন একটি উচ্চতা পাবে।
তৈরি পোশাক খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে ৫০ একর জমির দাবি করেছেন বলে এফবিসিসিআই সভাপতি।
এ ক্ষেত্রে মোদি বাংলাদেশের ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা স্বাগতম।’
নরেন্দ্র মোদির এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হলো বলেও মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। তবে এই বৈঠকে শুধুমাত্র মোদির সঙ্গে ব্যবসায়ী নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন বলেও জানান তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি এম আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. শহীদুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হোসেন খালেদ, মেট্রোপলিটন মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।