বাংলাদেশের ভাইবোনেরা তোমাদের সাথে আছি
আমার বাংলাদেশের ভাইবোনেরা নমস্কার। কেমন আছ? আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে সাথে নিয়ে চলব।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই এভাবেই বাংলায় একসাথে থাকার অঙ্গীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ রোববার সন্ধ্যায় সফরের দ্বিতীয় ও শেষ দিনে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় নরেন্দ্র মোদি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে সেখানে স্বাগত জানান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যের শুরুতেই উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে মোদি বাংলায় কথা বলা শুরু করেন।urgentPhoto
সাধারণত হিন্দি বা ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। সালাম জানিয়ে বাংলায় বক্তব্য শুরু করে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করেন, ‘আমার বাংলা কেমন?’
বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, আমরা তোমাদের সাথে নিয়ে চলবো।
সফররত ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক জীবনে তার সাফল্যের কথা এবং বাংলাদেশ সফরকালে তার অভিজ্ঞতার বিষয়গুলোও তুলে ধরছেন বক্তৃতায়।
ঢাকা সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নানা রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে দারুণ উন্নতি করেছে যা উন্নয়নশীল দেশের একজন নাগরিক হিসেবে আমাকে অভিভূত করে তোলে। ভারত শুধু বাংলাদেশের আশপাশে নয় তাদের সাথেও রয়েছে বলেও জানান মোদি।
বাংলাদেশে তার এই দুই দিনের সফরের দিকে শুধু এশিয়া নয়, পুরো বিশ্ব তাকিয়ে আছে- এমন কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে আমরা দুই দেশের মানুষের আত্মার বন্ধন ঘটিয়েছি।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সমাজের সব বিভাগের বিশিষ্টজনেরা। ছিলেন রাজনৈতির দলের নেতা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমনকি বিভিন্ন ধর্মীয় নেতারাও।