মোদিকে তিস্তা চুক্তি নিয়ে বললেন রওশন
সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেছেন সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। আজ রোববার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান রওশন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ। এর আগে সাড়ে ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে হোটেল সোনারগাঁওয়ে যান রওশান। এই হোটেলেই অবস্থান করছেন মোদি।urgentPhoto
গতকাল শনিবার সকালে ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদি। এ দিন তাঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা এবং ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
আজ সকালে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। বারিধারায় ভারতের হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করেন তিনি। বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে মুক্তিযোদ্ধে অবদান রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি রাজপেয়ির পক্ষে সম্মাননা গ্রহণ করেন তিনি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর। আজ রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।