বাল্লা স্থলবন্দর অগ্রাধিকার ভিত্তিতে করা হবে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়্যারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জের বাল্লা স্থল ও শুল্কস্টেশনের সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্সে বাল্লা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম, চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বাল্লা আমদানি-রপ্তানি কল্যাণ সমিতির সভাপতি জালাল খান প্রমুখ।
সভায় জানানো হয়, এরই মধ্যে স্থলবন্দরের ভূমি অধিগ্রহণের কাজ অনেকাংশে এগিয়েছে। রাস্তার প্রশস্তকরণ প্রক্রিয়াও শুরু হয়েছে। সভায় দ্রুততম সময়ের মধ্যে বাল্লা স্থলবন্দরের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এর আগে এনবিআর চেয়ারম্যান সীমান্তের কেদারাকোট এলাকায় সম্ভাব্য বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় প্রতিনিধিদলের প্রধান বাণীব্রত চক্রবর্তীসহ অন্যদের সঙ্গে কথা বলেন।