ঢেলে সাজানো হচ্ছে সামাজিক সুরক্ষা খাত : পরিকল্পনামন্ত্রী
সামাজিক সুরক্ষা খাতকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, একজন সুবিধাভোগী একই ধরনের বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে সুবিধা নেন। এ জন্য এখন থেকে একজন ব্যক্তির জীবনচক্র বিশ্লেষণ করে সামাজিক সুরক্ষা কৌশল হাতে নেওয়া হবে। আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অতি দারিদ্র্য দূরীকরণ : উন্নয়ন কৌশল ও মডেল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার জিডিপির ২.২ ভাগ এবং বাজেটের ১২ ভাগ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করবে। এ বছর সামাজিক সুরক্ষা খাতের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় বিক্ষিপ্তভাবে ১৪০টি প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে একই ধরনের প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয় হাতে নিচ্ছে।
মন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম ঠিকমতো চলছে কি না, তা পর্যবেক্ষণ করতে জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় পরিবীক্ষণ ইউনিট থাকবে। সেই সঙ্গে এনজিও এবং উন্নয়ন সহযোগী সংগঠনগুলোও থাকবে।
দরিদ্রতাকে জাতির জন্য অভিশাপ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বিভিন্ন কৌশলের সঙ্গে ‘ধর্মীয় মূল্যবোধ’ ও ‘সামাজিক বন্ধন’ এ দুটি মূল্যবান সম্পদকেও কাজে লাগাতে হবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের সামাজিক বন্ধন দৃঢ় বলে বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি।’ তিনি বলেন, ‘২০০০ সালে দারিদ্র্যের হার যেখানে ৪৯ ভাগ ছিল, এখন তা ২৩ ভাগে নেমে এসেছে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করা। আমরা গত দেড় বছরে যেসব প্রকল্প অনুমোদন দিয়েছি, তার তিন ভাগের এক ভাগই ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য।’
সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ সামাজিক সুরক্ষা কৌশলের ওপর কী-নোট পেপার উপস্থাপন করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিসের আয়োজনে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তরিক উল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ উদ্দিন হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।