বকেয়া করদাতাদের জন্য হালখাতা করবে এনবিআর
যেসব করদাতা বকেয়া পরিশোধ করবেন, তাঁদের জন্য হালখাতার আয়োজন করে মিষ্টিমুখ করানো হবে। তবে সবাই এ সুযোগ পাবেন না। কেবল তাঁরাই পাবেন, যাঁরা বৈশাখের আগের দিন চৈত্রসংক্রান্তিতে তাঁদের বকেয়া কর পরিশোধ করবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। আজ বুধবার এনবিআর কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্য দেন তিনি।
মো. নজিবুর রহমান বলেন, এ বছরই প্রথমবারের মতো সারা দেশে বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতা করতে যাচ্ছে এনবিআর। দেশের সব আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনার কার্যালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে এ হালখাতার আয়োজন করা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বকেয়া আদায়ে আমরা এবার নতুন পরিকল্পনা নিয়েছি। বাংলা নববর্ষ উপলক্ষে এবার হালখাতা করা হবে। এ কর্মসূচি হবে মূলত করদাতাদের বকেয়া পরিশোধের উদ্দেশ্যে।’
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমরা এখন দেশের প্রত্যন্ত এলাকায় আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারছি। ইউনিয়ন, উপজেলা ও মিউনিসিপ্যাল সেন্টার ব্যবহার করে রাজস্ব আদায়ে কাজ করছি।’ তিনি বলেন, ‘এনবিআরের ওয়েবসাইট, ফেসবুক, টুইটার দেখলে দেখা যাবে এনবিআরের পরিধি কত বিস্তৃত হয়েছে। এনবিআরের এখন লক্ষ্য নবীন প্রজন্মের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা।’ নবীন প্রজন্ম ভ্যাট চেকার নামে ভ্যাট ফাঁকি রোধে অ্যাপস তৈরি করেছে বলে তিনি জানান।
নজিবুর রহমান বলেন, ‘হালখাতার দিনে আমরা আহ্বান জানাব ব্যবসায়ীরা যাতে তাঁদের বকেয়া কর পরিশোধ করেন।’
আলোচনায় আরো উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, পারভেজ ইকবাল ও লুৎফর রহমান, ইআরএফের সভাপতি সাইফ হোসেন দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।