পাঁচ বছরের জন্য কর শুল্কনীতি করার দাবি
কর ও শুল্কনীতি কমপক্ষে পাঁচ বছরের জন্য বহাল রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে, ঘন ঘন কর-শুল্কনীতির পরিবর্তন হলে ব্যবসা, বিনিয়োগ ও শিল্পায়ন বাধাগ্রস্ত হয়। এ জন্য একটি রাজস্ব নীতি কমপক্ষে পাঁচ বছর বহাল রাখতে হবে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা এ দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন এনবিআর সদস্য পারভেজ ইকবাল। এতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি), বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডাব্লিউসিসিআই), ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা আলোচনায় অংশ নেন।
সভায় অধিকাংশ ব্যবসায়ী নেতা করপোরেট কর কমানোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বাদে অন্যান্য ভাতার ওপর করমুক্ত সীমার পরিমাণ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন।
ফিকি সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘কর ও শুল্ক কাঠামোয় ঘন ঘন পরিবর্তনের ফলে ব্যবসা-বিনিয়োগ সর্বোপরি শিল্পায়ন বাধাগ্রস্ত হয়। রাজস্ব ব্যবস্থাপনায় এমন নীতি গ্রহণ করতে হবে, যা কমপক্ষে পাঁচ বছর বহাল থাকে।’
রুপালী হক বলেন, ‘প্রতিবছর কর ও শুল্কনীতি পরিবর্তনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে খুব কষ্ট হয়, তাই এখান থেকে সরে আসতে হবে।’ তিনি আরো বলেন, ‘উন্নয়নশীল ও প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশে করপোরেট করহার অনেক বেশি। আমরা প্রতিবছর এটা কমানোর কথা বলে আসছি। আশা করি আগামী বাজেটে করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমানো হবে।’
বিডাব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদ আগামী অর্থবছরে নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। একই সাথে তিনি নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট ও কর মওকুফ করার দাবি জানান।
সভায় নতুন ভ্যাট আইনের নানা দিক তুলে ধরে পারভেজ ইকবাল বলেন, ‘নতুন ভ্যাট আইন ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। এতে আমরা সবাই লাভবান হব।’ মানুষের মধ্যে যে করভীতি ছিল, এনবিআর তা দূর করতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।