টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে সূচক পতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে। আজ বুধবার এ সূচক কমেছে ৩২ পয়েন্ট। লেনদেন কমেছে ১৪ শতাংশ।
ডিএসইতে আজ ৩৭২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা কম। কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দাম।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.২১ পয়েন্ট কমে ৪৪৫৭.২৪ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি ৯০ লাখ টাকা কম। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির। সার্বিক সূচক কমেছে ৮৩ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এএফসি অ্যাগ্রো ও ফ্যামিলিটেক্স।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, এইচআরটেক্স, আনলিমা ইয়ার্ন, প্রাইম টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি, হাক্কানী পাল্প, স্টাইল ক্রাফট, ইফাদ অটোস ও প্রথম পিআরআই মিউচুয়াল ফান্ড।